Tuesday, 11 August 2015

৩০০ কোটি ক্লাবের সদস্য হল বাজরাঙ্গি ভাইজান

ভারত ও সারা পৃথিবীর বাজার মেলালে এই ছবি ৫০০ কোটিরুপি আয় করে ফেলেছে।

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ শুক্রবার টুইট করে জানিয়েছেন যে ভারতের বাজারে এখনও পর্যন্ত ৩০২.৩১ কোটি রুপি আয় করেছে।

প্রত্যেক বছর ঈদে নিজের
একটি ছবির মুক্তি দিয়ে দর্শকের মন জয় করেন সালমান।

এই বছরেও ‘বাজরাঙ্গি ভাইজান’ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতের ছবির বাজারে। এই ছবিতে সালমান খান ও করিনা কপুর অভিনয় করেছেন।

এর আগে সালমান ও করিনাকে \\\'বডিগার্ড\\\' ছবিতে এক সাথে দেখা গেছিল। সেই ছবিও ২০১১ সালে ঈদে মুক্তি পেয়েছিল।


No comments:

Post a Comment